বিস্ফোরক মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৯:৩৬
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফাইল ছবি

চট্টগ্রাম, ১৬ জুন, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় ১ দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার  চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এজাহারে নাম না থাকলেও পুলিশের তদন্তে সম্পৃক্ততার তথ্য আসায় কারাবন্দি চিন্ময়কে এ মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য আদালতের অনুমতি চেয়েছিল তদন্ত সংস্থা। আদালত তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

এরপর, মামলাটির তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ জুন আদালতে আবেদন করেন। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে ১ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে, রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আরও চার মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। 

পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়।

আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আইনজীবী খুনসহ পাঁচটি মামলায় চিন্ময়কে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন
পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
রংপুরে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ৮ পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
১০