সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে, হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:৪৫
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ জুন, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত মামলার শুনানি শেষে এই আদেশ দেন। 

এ সময়, আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজিরা দেন। 

একই আদালতে ফতুল্লা থানার সাঈদ হত্যাচেষ্টার মামলায় পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। একই সঙ্গে আইভীর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে দুটি মামলার শুনানি হয়েছে। আইভী একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আসামি। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। 

পরে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আইভীর বিরুদ্ধে জেলার সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ছয়টি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০