সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে, হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:৪৫
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ জুন, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত মামলার শুনানি শেষে এই আদেশ দেন। 

এ সময়, আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজিরা দেন। 

একই আদালতে ফতুল্লা থানার সাঈদ হত্যাচেষ্টার মামলায় পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। একই সঙ্গে আইভীর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে দুটি মামলার শুনানি হয়েছে। আইভী একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আসামি। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। 

পরে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আইভীর বিরুদ্ধে জেলার সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ছয়টি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা : প্রেস সচিব 
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
নীলফামারীতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
১০