ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫২
ফাইল ছবি

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ।

এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মনিরুল মাওলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ মনিরুল মাওলার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
১০