তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৯ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৯:০৬

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বকেয়া বিল আদায়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। 

রোববার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ, ২ লাখ টাকা জরিমানা আদায় ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বন্দর উপজেলার আওতাধীন মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়। এখানকার স্থানীয় ভাই ভাই হোটেল, আজমেরী হোটেল, নিরালা-২ হোটেল, চাচা ভাতিজা হোটেল এবং আল মদিনা হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎসমুখ সিলগালা করা হয়েছে। এ সময় ১১টি স্টার বার্নার, সাতটি মডিফাইড বার্নার, পাঁচটি কম্প্রেসর বার্নার, তিনটি ডাবল চুলা, দু’টি সিঙ্গেল চুলা এবং একটি তন্দুর জব্দ করা হয়। এই অভিযানে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই দিনে ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৫টি আবাসিক চুলার অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসমুখ সিলগালা করা হয়েছে। অভিযানে ১০০ ফুট এমএস পাইপ, ২০০ ফুট জিআই পাইপ, ৫০ ফুট হোস পাইপ, পাঁচটি কম্প্রেসর মেশিন, একটি রেগুলেটর, ১১টি স্টার বার্নার, চারটি মডিফাইড বার্নার, তিনটি ডাবল চুলা এবং দু’টি সিঙ্গেল চুলা অপসারণ ও জব্দ করা হয়।

টাঙ্গাইলে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস আবিবি-চন্দ্রা’র আওতাধীন গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার দু’টি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে নয়টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় আনুমানিক ৫৪০ ফুট পাইপ, নয়টি রেগুলেটর, পাঁচটি লক উইং কক অপসারণ ও জব্দ করা হয়। এই অভিযান থেকে মোট ২ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

কেরানীগঞ্জে একই দিনে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস মেঢাবিবি-২ এর আওতাধীন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এই অভিযানে তিনটি অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্নসহ কারখানার সার্ভিস লাইন উৎসমুখ থেকে সিলগালা করা হয়েছে। এ সময় চারটি বুস্টার এবং ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে পিতলের কারখানা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
১০