তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৯ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৯:০৬

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বকেয়া বিল আদায়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। 

রোববার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ, ২ লাখ টাকা জরিমানা আদায় ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বন্দর উপজেলার আওতাধীন মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়। এখানকার স্থানীয় ভাই ভাই হোটেল, আজমেরী হোটেল, নিরালা-২ হোটেল, চাচা ভাতিজা হোটেল এবং আল মদিনা হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎসমুখ সিলগালা করা হয়েছে। এ সময় ১১টি স্টার বার্নার, সাতটি মডিফাইড বার্নার, পাঁচটি কম্প্রেসর বার্নার, তিনটি ডাবল চুলা, দু’টি সিঙ্গেল চুলা এবং একটি তন্দুর জব্দ করা হয়। এই অভিযানে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই দিনে ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৫টি আবাসিক চুলার অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসমুখ সিলগালা করা হয়েছে। অভিযানে ১০০ ফুট এমএস পাইপ, ২০০ ফুট জিআই পাইপ, ৫০ ফুট হোস পাইপ, পাঁচটি কম্প্রেসর মেশিন, একটি রেগুলেটর, ১১টি স্টার বার্নার, চারটি মডিফাইড বার্নার, তিনটি ডাবল চুলা এবং দু’টি সিঙ্গেল চুলা অপসারণ ও জব্দ করা হয়।

টাঙ্গাইলে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস আবিবি-চন্দ্রা’র আওতাধীন গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার দু’টি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে নয়টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় আনুমানিক ৫৪০ ফুট পাইপ, নয়টি রেগুলেটর, পাঁচটি লক উইং কক অপসারণ ও জব্দ করা হয়। এই অভিযান থেকে মোট ২ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

কেরানীগঞ্জে একই দিনে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস মেঢাবিবি-২ এর আওতাধীন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এই অভিযানে তিনটি অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্নসহ কারখানার সার্ভিস লাইন উৎসমুখ থেকে সিলগালা করা হয়েছে। এ সময় চারটি বুস্টার এবং ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে পিতলের কারখানা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০