ফেনী এলাকায় বিমান বাহিনীর বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:৩৯
ফেনী এলাকায় বিমান বাহিনীর বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন। ছবি: আইএসপিআর

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ফেনী এলাকায় বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সঙ্গে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

বিমান বাহিনী প্রধান, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন' ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে তিনি সমাবেশে বক্তব্য রাখেন এবং দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 

উল্লেখ্য ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কুমিল্লা, নোয়াখালী বিশেষ করে ফেনী জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সঙ্গে তৎকালীন বৈরী আবহাওয়া ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পেশাদারিত্বের সঙ্গে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে। যা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবং বিমান বাহিনী প্রধানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী ভয়াবহ এ বন্যাদুর্গত কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় হেলিকপ্টার ও ইউএভি’র মাধ্যমে দ্রুততম সময়ে এরিয়াল রেকোনাইসেন্স মিশন পরিচালনা করে বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করে। 

এই সময়ে বিমান বাহিনী প্রধান বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত মানুষের ক্ষয়ক্ষতি পূরণকল্পে বন্যার পানি সরে যাওয়ার পরপরই পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করেন। বিমান বাহিনীর সদস্যগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও শিক্ষা উপকরণের অভাব লাঘবে শিক্ষা সামগ্রী প্রদান করে ছাত্র-ছাত্রীদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে পুনরায় বিদ্যালয়গামী করতে সক্ষম হয়। সামগ্রিকভাবে বিমান বাহিনী কর্তৃক বন্যা পরবর্তী এ পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংস্কার কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

এছাড়া দূর্গাপুর, ছাগলনাইয়ায় অবস্থিত হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয়ের ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারণের চাহিদা বিবেচনা করে শাহীন ভবন নামে একটি চারতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন আসবাবপত্রসহ নির্মাণ করা হয়েছে। যেটি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। এ উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার। বিমান বাহিনী প্রধান সমাবেশে সর্বপ্রথম  প্রধান উপদেষ্টার সময় উপযোগী দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এর পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যে সকল প্রতিষ্ঠান আর্থিক, ত্রাণ ও বিভিন্নভাবে সার্বিক সহায়তা প্রদান করেছে, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে বিমান বাহিনী দেশ ও জনগণের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। 

উল্লেখ্য বাংলাদেশ বিমান বাহিনী নোয়াখালী জেলাতেও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০