আলাওলের সাহিত্যচর্চা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে : বাংলা একাডেমির মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৫২
সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আলাওল পাঁঠের পরম্পরা ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন, আলাওলের মতো সাহিত্যিকদের নিয়ে আলোচনা আমাদের সাহিত্যচর্চাকে আরো গভীর ও সমৃদ্ধ করে। বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া পাঠ-ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে এই ধরনের আলোচনা বড় প্রয়োজন।

সোমবার বিকেল ৪ টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আলাওল পাঁঠের পরম্পরা ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন। মূল প্রবন্ধে তিনি আলাওলের পাঠ প্রক্রিয়া, পাঠের ধরণ এবং আজকের সমাজে আলাওলের সাহিত্য কেন প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ড. সরকার আমিন। তিনি বলেন, আলাওল এমন একজন কবি, যার লেখা যত বেশি পড়া যায়, তত নতুনভাবে বোঝা যায়।

আলাওলের অনুবাদ তত্ত্ব নিয়ে তিনি বলেন, অনুবাদ করার সময় তিনি একটা নতুন সৃজন অনুধাবন করতেন, একদম হুবহু অনুবাদ না করে তিনি নিজ মনে লিখতেন, যে কারণে তিনি সবার থেকে আলাদা।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন লেখক ও গবেষক তাহমিদুল জামি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
১০