আলাওলের সাহিত্যচর্চা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে : বাংলা একাডেমির মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৫২
সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আলাওল পাঁঠের পরম্পরা ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন, আলাওলের মতো সাহিত্যিকদের নিয়ে আলোচনা আমাদের সাহিত্যচর্চাকে আরো গভীর ও সমৃদ্ধ করে। বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া পাঠ-ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে এই ধরনের আলোচনা বড় প্রয়োজন।

সোমবার বিকেল ৪ টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আলাওল পাঁঠের পরম্পরা ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন। মূল প্রবন্ধে তিনি আলাওলের পাঠ প্রক্রিয়া, পাঠের ধরণ এবং আজকের সমাজে আলাওলের সাহিত্য কেন প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ড. সরকার আমিন। তিনি বলেন, আলাওল এমন একজন কবি, যার লেখা যত বেশি পড়া যায়, তত নতুনভাবে বোঝা যায়।

আলাওলের অনুবাদ তত্ত্ব নিয়ে তিনি বলেন, অনুবাদ করার সময় তিনি একটা নতুন সৃজন অনুধাবন করতেন, একদম হুবহু অনুবাদ না করে তিনি নিজ মনে লিখতেন, যে কারণে তিনি সবার থেকে আলাদা।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন লেখক ও গবেষক তাহমিদুল জামি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
১০