ভোলার নদী উত্তাল ; ১৬ রুটে নৌ চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:১৪
বৈরি আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ মোট ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ছবি : বাসস

ভোলা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘন্টায় উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এই অবস্থায় নদী বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে। এতে নদীর পানিও স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৈরি আবহাওয়ায় ভোলার চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা ও ভোলা-লক্ষীপুরসহ অভ্যন্তরীণ মোট ১৬টি রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস’কে জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ কোনো রুটেই নৌ যান চলতে দেয়া হবে না। এছাড়াও অতিজোয়ারে ভোলার ইলিশা ফেরি ঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ দিকে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বেড়ী বাঁধের বাইরের নিম্নাঞ্চল। গত দু’দিনের মূষলধারের বৃষ্টিতে জোলার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

আগামী ২ থেকে ৩ দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০