নওগাঁ, ৬ জুলাই, ২০২৫ (বাসস): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাদেবপুরের রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৪ হাজার গাছ রোপন ও বিতরন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর ও বদলগাছী শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
বৃক্ষরোপন অনুষ্ঠানে মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফজলে হুদা বাবুল বলেন, আমাদের রাজনৈতিক ও দেশপ্রেমের আদর্শের বাতিঘর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বৃক্ষরোপন ভালোবাসতেন যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, সেই অনুপ্রেরনাকে ধারন করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষায় তারেক রহমান ইতোমধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি ঘোষণা করেছেন।