ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২১:১৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল রুহুল রিজভী। ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ জুলাই ২০২৫(বাসস) : ভূঁইফোড় সংগঠন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল রুহুল রিজভী স্বাক্ষরিত এই সংক্রান্ত শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোন অনুমোদিত সংগঠন নেই।’

বিজ্ঞপ্তি বলা হয়েছে যে, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নাম সর্বস্ব সংগঠন ও পদ পদবী ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ সংক্রান্ত বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টি গোচর হয়েছে।’

সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্যকোন নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সকল ধরণের প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নাম সর্বস্ব ভূঁইফোড় সংগঠন সমূহ সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ।

ভূঁইফোড় সংগঠনের কোন কর্মের দায়ভার বিএনপি ও অঙ্গ সংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যে কোন অনিয়মতান্ত্রিক কর্মকান্ড দৃষ্টি গোচর হলে জেলা বিএনপিকে অবহিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী এরূপ কর্মকান্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০