জাতীয় জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে : শিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৪:১২ আপডেট: : ০৬ জুলাই ২০২৫, ১৬:৩৩
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। ছবি : বাসস

রাজশাহী, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। 

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই মাসে এ ধরণের একটি অনুষ্ঠানে আসতে পেরে, তরুণদের সামনে আসতে পেরে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি আনন্দের পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে লক্ষ্য সেটি যাতে ছাত্র থাকাকালীন ও পরেও ধারণ করতে পারে সেই প্রত্যাশা করেন।’

আজ রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। 

পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সিনেটে ভবনের সামনে শেষ হয়।

সিনেট ভবনে সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৭১ বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। 

শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা ও চিকিৎসাসহ নানা খাতে প্রতিবন্ধকতা রয়েছে। এ সব সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। 

তারা আরো বলেন, ২৪ এর বিপ্লবের হাত ধরে সেই অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে বলে আশা করেন আলোচকরা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও রেজিস্ট্রার প্রফেসর ইফতেষারুল আলম মাসুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

শহিদ ড. শামসুজ্জোহার স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরব-ঐতিহ্যের সুদীর্ঘ ইতিহাস। 

বর্তমানে পরিসর বেড়ে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তরে প্রায় ৩৮ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। 

এ বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ৬টি ইন্সটিটিউট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মাখোঁ, ইইউ’র সঙ্গে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী স্টারমার
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
ব্রিকস সম্মেলনে ‘ট্রাম্পের শুল্কনীতির’ বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করবে সদস্য রাষ্ট্রগুলো
সারাদেশে পবিত্র আশুরা পালিত 
নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
দেশে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত 
৫৬ বছরেই থেমে গেল হডিউড তারকা ম্যাকমোহনের জীবন
নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান থেকে দেশে ফিরতে গিয়ে আফগান সীমান্তে ‘জরুরি পরিস্থিতি’
১০