যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মাখোঁ, ইইউ’র সঙ্গে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী স্টারমার

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২১:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : ব্রেক্সিটের পর সম্প্রতি ইউরোপের সঙ্গে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন সময়ে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্যারিস থেকে এএফপি জানায়, এ সফরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন এবং ইউক্রেন বিষয়ক একটি বৈঠকে অংশ নেবেন।

মাখোঁ ও তার স্ত্রী ব্রিজিতকে তিন দিনের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। এই সফরে মাখোঁ ও কেয়ার স্টারমার বৃহস্পতিবার ৩৭তম ফ্রাঙ্কো-ব্রিটিশ শীর্ষ সম্মেলনে যৌথ আলোচনায় বসবেন।

আলোচনায় ইউক্রেনকে সহায়তা, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ অভিবাসন রোধ এবং দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার বিষয়গুলো থাকবে।

শুক্রবার এক বিবৃতিতে এলিসি প্যালেস বলেছে, ব্রেক্সিটের পর এটি যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের  প্রথম রাষ্ট্রীয় সফর। বিশেষ করে, এমন সময় এই রাষ্ট্রীয় সফর হচ্ছে, যখন প্রধানমন্ত্রী স্টারমার ইউকে ও ইউরোপের সম্পর্ক ‘পুনরুদ্ধারের’ ইঙ্গিত দিয়েছেন।

ব্রেক্সিটের পর ব্রিটেনের পূর্ববর্তী ডানপন্থী কনজারভেটিভ সরকারের সময় প্যারিস ও লন্ডনের মধ্যে রাজনৈতিক তেমন ভালো ছিল না। তবে এখন স্টারমারের নেতৃত্বাধীন বাম লেবার সরকারের সময় সম্পর্কে নতুন উষ্ণতা এসেছে এবং দুই দেশ এখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।

বাকিংহাম প্যালেস শুক্রবার নিশ্চিত করেছে, পূর্বসূরি শার্ল দ্য গল ও ফ্রাঁসোয়া মিতেরাঁর পদাঙ্ক অনুসরণ করে মাখোঁ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে আনুষ্ঠানিক ভাষণ দেবেন।

রাজা তৃতীয় চার্লস মাখোঁ ও তার স্ত্রীকে উইন্ডসর ক্যাসলে একটি রাষ্ট্রীয় অভ্যর্থনা সভায় আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তারা তিন রাত অবস্থান করবেন। উইন্ডসরে থাকার সময় মাখোঁ সেন্ট জর্জের ক্যাপেলে ব্যক্তিগতভাবে গিয়ে ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে ফুল দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০