বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিমান সংস্থা হিসেবে ৫ পুরস্কার পেল বিমান

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৫০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): শেয়ারট্রিপ ও বাংলাদেশ মনিটর আয়োজিত ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ড পদকসহ সম্মানজনক পাঁচটি পুরস্কার পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকাবাহী এ বিমান পরিচালনা সংস্থা দুটি ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। সেগুলো হলো- আন্তর্জাতিক পথে ফ্লাইট পরিচালনা এবং বিমান পরিচালনায় উৎকর্ষ ও যাত্রী সেবায় প্রতিশ্রুতি অনুযায়ী ইকোনমি ক্লাসে সবচেয়ে ভালো ইনফ্লাইট খাবার পরিবেশন।

এছাড়া বিমান ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘ডোমেস্টিক ফ্লাইট অপারেশনস’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উন্নতমানের সেবা সম্প্রসারণের ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরছে।

এছাড়া, সংস্থাটি বাংলাদেশের ১২টি স্থানীয় ও বিদেশি বিমান সংস্থার মধ্যে ‘সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’  হিসেবে নির্বাচিত হয়েছে।

‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার বিমান চলাচল এবং পর্যটন খাতে অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এ পুরস্কার যাত্রীদের প্রতিক্রিয়া ও শিল্প মূল্যায়নের ভিত্তিতে বিমান সংস্থাগুলোকে প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম
রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু
নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান 
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত, পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
১০