ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): শেয়ারট্রিপ ও বাংলাদেশ মনিটর আয়োজিত ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ড পদকসহ সম্মানজনক পাঁচটি পুরস্কার পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকাবাহী এ বিমান পরিচালনা সংস্থা দুটি ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। সেগুলো হলো- আন্তর্জাতিক পথে ফ্লাইট পরিচালনা এবং বিমান পরিচালনায় উৎকর্ষ ও যাত্রী সেবায় প্রতিশ্রুতি অনুযায়ী ইকোনমি ক্লাসে সবচেয়ে ভালো ইনফ্লাইট খাবার পরিবেশন।
এছাড়া বিমান ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘ডোমেস্টিক ফ্লাইট অপারেশনস’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উন্নতমানের সেবা সম্প্রসারণের ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরছে।
এছাড়া, সংস্থাটি বাংলাদেশের ১২টি স্থানীয় ও বিদেশি বিমান সংস্থার মধ্যে ‘সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’ হিসেবে নির্বাচিত হয়েছে।
‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার বিমান চলাচল এবং পর্যটন খাতে অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এ পুরস্কার যাত্রীদের প্রতিক্রিয়া ও শিল্প মূল্যায়নের ভিত্তিতে বিমান সংস্থাগুলোকে প্রদান করা হয়।