ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে আগামী ১২ জুলাইয়ের গোলটেবিল বৈঠক এক নতুন মাত্রা যোগ করবে।
তিনি মঙ্গলবার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত দলের এক নিয়মিত বৈঠকে এ কথা বলেন।
মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাষ্ট্র পরিচালনায় দেশের সকল নাগরিকের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে।
তিনি বলেন, তবে পদ্ধতিটি বাংলাদেশে আগে চর্চা না হওয়ায় কোনো কোনো বিষয়ে প্রশ্ন থেকে গেছে। পিআর নিয়ে এই ধরনের প্রয়োগিক প্রশ্নের সমাধান খুঁজতে এবং দেশের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও অংশীজনদের মধ্যে বোঝাপড়া আরো নিবিড় করতে আগামী ১২ জুলাই বিজয় নগরের একটি হোটেলে গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, দেশের সেরা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের নানা পেশার অংশীজনেরা সেই গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসেন, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ।