বনানীতে রেস্টুরেন্ট অ্যান্ড বার ভাঙচুর : প্রধান আসামি মনিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২১:৫৫

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা মামলায় প্রধান আসামি মনির হোসেন খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, মামলার আসামি মনির হোসেন খান গত ৩০ জুন হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে রেস্টুরেন্ট এন্ড বারে এসে একটি ভিআইপি রুম নিতে চায়। কিন্তু হোটেলের ভিআইপি রুমগুলোতে গেস্ট থাকায় তাকে ভিআইপি রুম দেয়া সম্ভব হয়নি।  তখন মনির রেস্টুরেন্ট এন্ড বারের টেবিলে বসে খাবার ও ড্রিংকস অর্ডার করে। খাবার শেষে মনির স্থানীয় নেতা পরিচয় দিয়ে বিল ডিসকাউন্ট চায়। তখন কর্তৃপক্ষ ডিসকাউন্ট করে দিয়ে বিল গ্রহণ করে।  এরপর ভিআইপি রুম না দেয়ার ফলে সে ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় আসামিরা গত ১ জুলাই বেআইনি জনতাবদ্ধে হয়ে রেস্টুরেন্ট এন্ড বারের ভিতরে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে মনিরের নির্দেশে আসামি লিটন রেস্টুরেন্ট এন্ড বার হতে একটি গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুড়ে মেরে ভেঙ্গে ফেলে বলে যে, মনির ভাই তোদের হোটেলে আসছিল, তোরা মনির ভাইকে ভিআইপি কেবিন না দিয়ে অসম্মান করেছিস, আমরা মনির ভাইয়ের লোক, তোরা মনির ভাইকে চিনে রাখবি, এই বলে আসামিরা  হোটেল এন্ড রেস্টুরেন্টের টিভি, টেবিল, চেয়ার, ক্রোকারিজ, সিসি টিভি মনিটর, সিসি টিভি ক্যামেরা, ল্যাপটপ ও গ্লাস ভাঙচুর করে দশ লাখ টাকার ক্ষতি সাধন করে। এরপর আসামিরা অফিস রুম ও ক্যাশ কাউন্টার থেকে নগদ সত্তর হাজার  টাকাসহ আনুমানিক পাঁচ লক্ষ টাকার মদ ও বিয়ার নিয়ে যায়। এসময় রেস্টুরেন্ট এন্ড বারের স্টাফগণ আসামিদের বাধা দিতে গেলে তারা স্টাফদের মারপিট করে।

এ ঘটনায় ২ জুলাই হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মনির হোসেন খানসহ ৫ জনকে আসামি করা হয়।এছাড়া অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
১০