ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ বৃহস্পতিবার কারাগার থেকে তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। এদিকে আজ দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আজ দুদক প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরার নামে পৃথক দুইটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রথম মামলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবের ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং হোসনে আরার নিজ নামীয় ২৫টি ব্যাংক হিসাবের ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।