দেশ পুনর্গঠনে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারিনি: নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:১৬
বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলা শহরের মুক্তমঞ্চ এলাকায় পথসভার মাঝে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

নড়াইল, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের পর এ দেশকে নতুনভাবে তৈরি করা আমাদের স্বপ্ন ছিল। যদি বিদ্যমান দলগুলোর নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হতো তবে আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হতো না । কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলা শহরের মুক্তমঞ্চ এলাকায় এক পথসভায় নাহিদ এসব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দলটি। 

গত ১ জুলাই থেকে শুরু হয়ে দেশব্যাপী এ পদযাত্রা চলকে ২৯ জুলাই পর্যন্ত।

নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য, আসন ভাগাভাগির  জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। তারা গণ-অভ্যুত্থানকে স্বীকার করতে চায়না। তারা মনে করে, ক্ষমতার পরিবর্তনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল। 

কিন্তু আমরা মনে করি, দেশ পুনর্গঠনের জন্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল।

জনগণকে এনসিপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা সর্বদা আপনাদের অধিকারের জন্য কাজ করে যেতে চাই । আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই৷ 

আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

নাহিদ বলেন, আমরা চাই বাংলাদেশে যেন নতুন কোন স্বৈরাচার না জন্ম নিতে পারে।  আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, ভাত কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোন দুর্নীতি থাকবেনা। এমন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা রাজনৈতিক দল গঠন করেছি।

অভ্যুত্থানের এক বছর পরেও শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, অভ্যুত্থানের এক বছর পরেও যখন আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাইনি তাই আবারও রাস্তায় নেমে এসেছি। 

আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

নড়াইলের পথসভায়  আরও বক্তব্য দেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,  মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
১০