শনিবার বাগেরহাটে এনসিপির পথসভা: প্রস্তুতি সম্পন্ন

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:০৩

বাগেরহাট, ১১ জুলাই, ২০২৫ (বাসস): আগামীকাল শনিবার বিকেলে বাগেরহাটে আসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

আগামীকাল দুপুর ২টায় জেলার রামপাল উপজেলার ফয়লায় পথসভা, বিকেলে খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বাগেরহাট শহরের রেলরোড চত্বরে পথসভা করবেন জাতীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর তারা ১৩ জুলাই পিরোজপুরে যাবেন।

‎জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতুসহ ৪০ জন নেতা এই সফরে অংশ নিচ্ছেন।

‎এছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ জেলা ও বিভাগীয় নেতারা অংশ নেবেন এই পদযাত্রায়।

এদিকে কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির বাগেরহাট জেলা কমিটি। শহর-গ্রাম সর্বত্র চলছে মাইকিং। আর দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজেদের মত করে যোগাযোগ করছেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই তরুণ রাজনীতিবিদদের আগমনে বাগেরহাট শহর ও ফয়লা এলাকায় একটি গণজমায়েত হবে বলে জানান দলটির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। পদযাত্রা উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এই পদযাত্রা সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০