সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:০৫ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১৮:৫৪
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ১টি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ১টি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর-বিড়ালের ওষুধ আটক করেছে। বুধবার গভীর রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ দল যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানকালে তারা মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যান ছাড়াও ১৮ হাজার ৯শ’ ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪৮৭২ পিস কুকুর-বিড়ালের ভারতীয় ওষুধ আটক করে।

আটককৃত কাভার্ড ভ্যান এর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় কসমেটিক্স এর মূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৪ শ’ ৭ টাকা এবং কুকুর-বিড়ালের ভারতীয় ওষুধের মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬ শ’ ৪৬ টাকা।

অভিযানে মেজর আসিফ রানা অনীক, পিএসসি, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর সঙ্গে ২০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর সঙ্গে ২৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ৪৬ জন অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ব্যাটালিয়ন লে: কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০