ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৯ জুলাই বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার ওপর একদল লোক লাল চাঁদকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আগে আরও দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।