ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২৩:৪২

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত অসহায় ও পানিবন্দি ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিজিবির পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়।

খাবারের মধ্যে ছিল ডিম ভুনাসহ খিচুড়ি, সবজি ও সুপেয় পানি।

ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ রোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ান সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডারসহ বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্যগণ  এবং সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ ও ১০ জুলাই ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ৪৫০ প্যাকেট খাবার (ডিম ভুনাসহ, সবজি, ডাল খিচুরি ও পানি) এবং ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, তেল, মুড়ি, চিরা, গুড়, বিস্কুট এবং সুপেয় পানি) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০