ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২৩:৪২

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত অসহায় ও পানিবন্দি ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিজিবির পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়।

খাবারের মধ্যে ছিল ডিম ভুনাসহ খিচুড়ি, সবজি ও সুপেয় পানি।

ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ রোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ান সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডারসহ বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্যগণ  এবং সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ ও ১০ জুলাই ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ৪৫০ প্যাকেট খাবার (ডিম ভুনাসহ, সবজি, ডাল খিচুরি ও পানি) এবং ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, তেল, মুড়ি, চিরা, গুড়, বিস্কুট এবং সুপেয় পানি) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৫
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি’র মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
ট্রাম্পের শুল্ক হুমকির জেরে শেয়ারবাজারে পতন
মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে
অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, ডব্লিউএইচও’র পদক্ষেপকে স্বাগত জানাল বাংলাদেশ
নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য ২৮-২৯ জুলাই জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হবে
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু
১০