জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও করবে : ছাত্রশিবির

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:২৬

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল বে করা হয়।

মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

সিবগাতুল্লাহ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে হত্যা করা যায় না। সারাদেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকা খুললেই সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর চোখে পড়ছে। ইতোমধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। একটি রাজনৈতিক দল ইতিহাস ভুলে গিয়ে আবারো ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারো জুলাই ফিরে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ যেমন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, ঠিক তেমনভাবেই চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে।

তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০