কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:১৪

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করে চারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মনিজা খাতুন গত বৃহস্পতিবার এই অভিযানের নেতৃত্ব দেন।

অবৈধভাবে ব্যবহার কারণে বিচ্ছিন্ন করা সংযোগগুলো হলো: মো. বাবুল রেজবীর তাপাই ভাট্টি কারখানা (বাগান বাড়ি ৩নং গলি, ঝাউলাহাটি): এই কারখানায় একটি ২০০ সিএফটি তাপাই চেম্বার এবং একটি ২০০ সিএফটি ভাট্টিসহ মোট ৪০০ সিএফটি গ্যাস। খাজা আহমেদের খানাডুলি কারখানা (বাগান বাড়ি ৩নং গলি, ঝাউলাহাটি), এখানে দু’টি চেম্বারের মাধ্যমে মোট ৯০০ সিএফটি গ্যাস। মো. হাসানের খানাডুলি কারখানা (হাজীর ঘাট, ঝাউলাহাটি), বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এই কারখানায় দু’টি ৬০০ সিএফটি এবং দু’টি ৩০০ সিএফটি চেম্বারসহ মোট ১ হাজার ৮০০ সিএফটি গ্যাস। আব্দুল্লাহ স্পেশাল বিস্কুট (মিম ট্রেডার্স, ৬/৩ চম্পাকলি লেন), এই বেকারিতে একটি ৬০০ সিএফটি ওভেনসহ মোট ৬০০ সিএফটি গ্যাস। 

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ৫০০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ, একটি বুস্টার, দু’টি এয়ার মিক্সার, এবং চারটি পাইপ বার্নার (৮' ী ৪' আকারের ২টি ও ৪' ী ৪' আকারের দু’টি)। এই সরঞ্জামগুলো অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারে ব্যবহৃত হচ্ছিল।

তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০