কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:১৪

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করে চারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মনিজা খাতুন গত বৃহস্পতিবার এই অভিযানের নেতৃত্ব দেন।

অবৈধভাবে ব্যবহার কারণে বিচ্ছিন্ন করা সংযোগগুলো হলো: মো. বাবুল রেজবীর তাপাই ভাট্টি কারখানা (বাগান বাড়ি ৩নং গলি, ঝাউলাহাটি): এই কারখানায় একটি ২০০ সিএফটি তাপাই চেম্বার এবং একটি ২০০ সিএফটি ভাট্টিসহ মোট ৪০০ সিএফটি গ্যাস। খাজা আহমেদের খানাডুলি কারখানা (বাগান বাড়ি ৩নং গলি, ঝাউলাহাটি), এখানে দু’টি চেম্বারের মাধ্যমে মোট ৯০০ সিএফটি গ্যাস। মো. হাসানের খানাডুলি কারখানা (হাজীর ঘাট, ঝাউলাহাটি), বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এই কারখানায় দু’টি ৬০০ সিএফটি এবং দু’টি ৩০০ সিএফটি চেম্বারসহ মোট ১ হাজার ৮০০ সিএফটি গ্যাস। আব্দুল্লাহ স্পেশাল বিস্কুট (মিম ট্রেডার্স, ৬/৩ চম্পাকলি লেন), এই বেকারিতে একটি ৬০০ সিএফটি ওভেনসহ মোট ৬০০ সিএফটি গ্যাস। 

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ৫০০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ, একটি বুস্টার, দু’টি এয়ার মিক্সার, এবং চারটি পাইপ বার্নার (৮' ী ৪' আকারের ২টি ও ৪' ী ৪' আকারের দু’টি)। এই সরঞ্জামগুলো অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারে ব্যবহৃত হচ্ছিল।

তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
এটা ‘শতাব্দীর দুর্যোগ’ : টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যাপক ছাঁটাই শুরু
শাবিপ্রবিতে শেষ হলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব  
অস্ত্র মামলায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার আসামির দায় স্বীকার
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২,১১২
‘মুক্তিযুদ্ধের পর জুলাই ইতিহাসের এক যুগান্তকারী দলিল ও ঐক্যের প্রতীক’
বগুড়ায় ভটভটি উল্টে চালক নিহত
জরুরি টিকাদানে মৃত্যুহার ৬০% কমেছে : গবেষণা
১০