ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায় না : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:২০ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৭:৪৫
এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সাতক্ষীরা জেলার শহীদ আসিফ চত্বর এলাকায় পথসভায় বক্তব্য দেন। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোন কিছুতেই তাদের সমর্থন পাওয়া যায়নি। দেশ সংস্কারে আমাদের যাত্রা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তবে জনগণ আপনাদের ক্ষমা করবেনা। আজ শনিবার সাতক্ষীরা জেলার শহীদ আসিফ চত্বর এলাকায় পথসভায় নাহিদ এসব কথা বলেন।

নাহিদ বলন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ এই জনদাবীর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। তারা পুরনো বন্দোবস্ত এবং চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। আমরা বলেছি, গণঅভ্যুত্থানের পরে তারা যদি মনে করে পুরনো রাজনীতি করবে, তাহলে এটা সহজ হবেনা।

নাহিদ আরও বলেন, তারা ভেবেছিল দুই তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছে তাদেরকে কেনার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নাই৷

তিনি আরও বলেন, তারা বলছে, দরজা নাকি খোলা আছে। আমরা বলেছি,  ৫ আগস্ট দরজা আমরা খুলে দিয়েছি। ৫ আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার গঠন করি। দেশকে পুনর্গঠন করি। সবকিছুর উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তারা বলেছিল, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
১০