রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:৩০
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে রাবি ছাত্রদল। ছবি: বাসস

রাজশাহী, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। 

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আজ বাংলার আকাশে-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা ও ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনা এবং চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে।

তিনি বলেন, আমরা এসব হামলার নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়া হোক, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাই।

এতে উপস্থিত ছিলেন- রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, যুগ্ম-আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল মিঠু, সদস্য ফারুক হোসেনসহ বিভিন্নস্তরের নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০