ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জনতার দলের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আজম খান বলেছেন, প্রত্যেক নেতার আজকে ওয়াদা করতে হবে আমরা রাজনীতি করব নিজেদেরকে ক্ষমতায় বসাবার জন্য নয়। আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য।
আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
আজম খান বলেন, এখনো ছাত্র জনতা যে রক্ত দিয়েছে সে রক্তের দাগ শুকায়নি। বিভিন্ন হাসপাতালে আমাদের আহত সন্তানেরা ধুকে ধুকে কাতরাচ্ছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো শত শত গুলিতে ঝাঁজরা হয়ে আছে তাদের বুক। তাদের কান্নার রোল, তাদের পরিবারে কান্নার রোল থামেনি। কিন্তু ফ্যাসিস্টদের তারা রক্ত দিয়ে বিতাড়িত করেছে।
জনতার দলের সদস্যসচিব বলেন, আবার নতুন করে ফ্যাসিস্ট গত ১১ মাসে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে যে এই বুঝি আবার নতুন ফ্যাসিস্ট চলে এলো এর বিরুদ্ধে সমস্ত ছাত্রজনতা ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছে এবং তার প্রতিশ্রুতি দেখেছি গতকাল (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীরা এবং সারা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সমগ্র দেশের জনগণ ফুঁসে উঠছে আরেকটি নব্য ফ্যাসিবাদকে এখনই ঠেকিয়ে দেওয়ার জন্য।
আজম খান বলেন, আমি আজ থেকে পাঁচ বছর আগে রাজনীতিতে যখন অবসর নেই তখন জাতির উদ্দেশ্যে বলেছিলাম যে আসুন আমরা যারা বয়স্ক হয়ে গেছি, তারা অবসর নিই। আমরা যারা গত ৫৪ বছরে বাংলাদেশের রাজনীতির কোনো গুণগত পরিবর্তন করতে পারিনি। আমরা অবসরে যাই কিন্তু দুর্ভাগ্যবশত একটি নেতাও অবসরে যায়নি। আজকে যখন সারা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার জওয়ান সর্বস্তরের মানুষ একত্র হয়ে জনতার দল সৃষ্টি করেছে। মানুষের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন করে। আজকে আমরা রাজনীতি শুরু করেছি আবার নতুন করে নতুন প্রজন্মের জন্য। নিজেদের জন্য নয়।
জনতার দলের সদস্য সচিব বলেন, সেই কারণে এখনো যেই সমস্ত নেতারা বড় বড় কথা বলছেন চাঁদাবাজি করছেন চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছেন তাদের উচিত হবে অবিলম্বে মানসিক ডাক্তারের আন্ডারে ছয় মাস কাউন্সেলিং করা এবং চিকিৎসা করা এবং তা না হলে সমস্ত দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে উঠছে যেকোনো সময় সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসবে সাবধান নতুন প্রজন্ম জিন্দাবাদ।