রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৩
রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: বাসস

রংপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) :  জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান আব্দুল হক প্রামাণিকের জামিন না মঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, আওয়ামী আইনজীবী পরিষদ, রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  অ্যাড. মো. আব্দুল হক প্রামাণিক ৩টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলায় মহামান্য  

হাইকোর্টের নির্দেশে আজ তিনি আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামাণিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া ৩টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলার আসামি। 

তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার  আসামি। 

এছাড়াও তিনি মমদেল হত্যা চেষ্টা মামলারও আসামি।

হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামাণিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

শুনানি শেষে বিচারক দুইটি মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০