রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৩
রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: বাসস

রংপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) :  জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান আব্দুল হক প্রামাণিকের জামিন না মঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, আওয়ামী আইনজীবী পরিষদ, রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  অ্যাড. মো. আব্দুল হক প্রামাণিক ৩টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলায় মহামান্য  

হাইকোর্টের নির্দেশে আজ তিনি আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামাণিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া ৩টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলার আসামি। 

তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার  আসামি। 

এছাড়াও তিনি মমদেল হত্যা চেষ্টা মামলারও আসামি।

হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামাণিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

শুনানি শেষে বিচারক দুইটি মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন
রাজশাহীতে আ’লীগের তিন কর্মীসহ আটক ১৮
ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পেয়েছে
টিচার্স ট্রেনিং কলেজে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে দুদকের অভিযান
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 
সিলেটে জুলাই শহীদ সাংবাদিক তুরাবের নামে চত্বর উদ্বোধন
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ
আগামীকাল ঢাবি’র সান্ধ্যকালীন ক্লাস ও পরদিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
সুনামগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালুসহ আটক ২, নৌকা জব্দ  
১০