হাসপাতালের দালাল চক্রের ৫ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড করেছে র‌্যাব-২  

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৪৬
ছবি: বাসস

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী, হৃদ্‌রোগ, পঙ্গু ও শিশু হাসপাতালের দালাল চক্রের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই জনকে অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। 

আজ উক্ত হাসপাতালগুলোতে দালাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ১৫ জনকে আটক করে বাকিদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। 

র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ, পঙ্গু ও শিশু হাসপাতালে চিকিৎসা সেবাগ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। 

চক্রটি অল্প সময়ে চিকিৎসা সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। 

এসব তথ্যের ভিত্তিতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাব-২ এর একটি অভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০