ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষক বা শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ রোববার জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের নিচে বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এবং ছাত্রদলের কর্মীদের ওপর সুস্পষ্ট হামলার সাথে যুক্ত রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংঘটিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষকমণ্ডলী বা শিক্ষার্থীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।’
বিবৃতিতে তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি অনুরোধ কোন প্রকার উস্কানিতে পা দিবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলবে এবং সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করতে সবার প্রতি আহ্বান জানান জবি আহ্বায়ক ও সদস্য সচিব।