পেট্রোবাংলার নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:৩৭

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : পেট্রোবাংলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।

আজ পেট্রোবাংলার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি একটি অসাধু চক্র কর্তৃক বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টার বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।’

উল্লেখ্য, পেট্রোবাংলার সকল নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd)  বিজ্ঞপ্তি আকারে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।

প্রতারক চক্রের এ সকল ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সকলকে সতর্ক করা হয়। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের জয়
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন
রাজশাহীতে আ’লীগের তিন কর্মীসহ আটক ১৮
ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পেয়েছে
টিচার্স ট্রেনিং কলেজে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে দুদকের অভিযান
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 
১০