গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২৩:১৯ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ২৩:৩০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে, গণতন্ত্র ধ্বংস করতে চায়, দেশে অস্থিরতা তৈরি করে, এ ধরনের গণতন্ত্র বিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না। তাদের ভূমিকা রাজনৈতিক দল নয়, বরং প্রেসার গ্রুপের মতো। 

রবিবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুরে এলজিইডি ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, অস্থিরতা সৃষ্টি করে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চায়—তাদের তো রাজনৈতিক দল বলা কঠিন। আপনি যদি রাজনৈতিক দল হয়েও নির্বাচনে যাবেন না, নির্বাচন যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনে যেতে দিবেন না; তাহলে তো আপনি প্রেসার গ্রুপের কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রেসার গ্রুপেরও একটা দায়িত্ব আছে। আপনি প্রেসার গ্রুপের কাজ করেন। কিন্তু যারা রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি করতে দিন। এ প্রক্রিয়া তো এখন শেখ হাসিনার কথার মতো হয়ে গেছে—ইলেকশন মানেই আমি। আর এখন দেখা যাচ্ছে, তারা নিজেরাই বলছে, নির্বাচনেরই দরকার নেই।

বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বিএনপিকেই দেখাতে হবে। যেটা দেখাচ্ছেন তারেক রহমান। উনি কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া জানান না, বরং বিএনপির ভাবনা আর উদ্দেশ্যগুলোই ব্যক্ত করেন। যাদের বক্তব্যে অস্থিরতা, সম্মানহীনতা এবং সহনশীলতার অভাব রয়েছে। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে— সহনশীলতা, সম্মান-স্বসম্মান, শান্তিপূর্ণ অবস্থান এবং দেশ ও মানুষের নতুন স্বপ্ন গড়ার প্রত্যয়।’

আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের প্রশংসা করে আমীর খসরু বলেন, নোমান ভাই ছিলেন এক সত্যিকারের মাঠের রাজনীতিবিদ। ধাপে ধাপে উঠে এসে নেতাকর্মীদের সঙ্গে কাজ করে তাদের নেতৃত্ব দিয়েছেন। সুসময়ে ও দুঃসময়ে তাদের পাশে থেকেছেন, দেশ-জাতির খেদমত করেছেন এবং দলকে সম্মানিত রেখেছেন। তিনি আন্দোলন-সংগ্রামে ভয়ভীতি উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের উন্নয়নে কাজ করেছেন—যা একজন রাজনীতিবিদের মূল লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে আজকের দিনে নোমান ভাইয়ের মতো নেতা খুবই কম।

তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করা আরও কঠিন ছিল। সেখানেও নোমান ভাইসহ আমরা মাঠে থেকে দুঃসাহসিকভাবে রাজনীতি করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে আসলে দুঃসাহসের সঙ্গে রাজনীতি করতে হয়। এই দুঃসাহস নোমান ভাইসহ আমরা সবাই মিলে দেখিয়ে দিয়েছি। এই সংগ্রাম অব্যাহত ছিল এবং গত আগস্টে পতন হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার্থী মাহফুজ হত্যায় ছিনতাইকারী চক্রের ৫ জন গ্রেফতার
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ 
রাজধানীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নওগাঁয়ে বিএনপির মশাল মিছিল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই মাস বৃদ্ধি 
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের জয়
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
১০