শিক্ষার্থী মাহফুজ হত্যায় ছিনতাইকারী চক্রের ৫ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০০:০৮

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান হত্যার ঘটনায় ৩ জন ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহফুজের পায়ে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিআরটি’র একটি নির্মাণাধীন স্থান থেকে মাহফুজের নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহতের বোনজামাই মো. জসিম ঘটনার পরদিন টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার র‌্যাব-১ গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর মেজর আহনাফ বাসসকে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ঘটনার দিন ছিনতাইকারীরা উত্তরা হাউজ বিল্ডিং ও কুর্মিটোলা এলাকায় আরও দুটি মোবাইল ছিনতাই করেছিল। মাহফুজের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ব্যবহার করলে ঘটনাস্থলে তার মৃত্যুর হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারী চক্রটিকে চিহ্নিত করে দমন করতে র‌্যাবের অভিযান চলমান রয়েছেও বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০