রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক চোরাকারবারি আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৩৫

রাজশাহী, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : মহানগরীতে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৫।

আটক সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) মহানগরের মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাচ্চু মিয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ভাটাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) সকাল সোয়া ৯টায় এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আসামি সোহেল বাবু একজন মাদক ও অস্ত্র চোরাকারবারি। ২০২২ সালে সে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে। ওই ঘটনায় করা মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল আদালত তাকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর সে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব আরও জানায়, সোহেল বাবু সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালান করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো।

এই ঘটনায় তার বিরুদ্ধে মতিহার থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোনো ব্যক্তি বা দলকে অপমান না করার আহ্বান জামায়াত আমিরের
ইইউ’র বৈঠকে অংশ নিচ্ছেন ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়
করোনায় আরও ৮ জন আক্রান্ত
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭ জন হাসপাতালে ভর্তি
চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধু খুন, স্বামী আটক 
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনায় ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা 
নিলামে চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত ৪৭৫টি কন্টেইনার 
ফরিদপুরে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন
যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণঅভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
১০