মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৫৮

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র পানি রুবেল গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার  গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল।

গ্রেফতারকৃতরা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে ছিনতাই করতো বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা
চট্টগ্রামে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু, উদ্বোধন ৫ আগস্ট  
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে পুনর্বাসনের ৪,৪০৯ জনের তালিকা বাতিল
রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেলেন ৪৭৬ শিক্ষার্থী
১৫ উইকেট পতনের দিন এগিয়ে অস্ট্রেলিয়া
গত অর্থবছরে খুলনা কর অঞ্চল ৩ হাজার ৯৯০ কোটি টাকা আয়কর আদায় করেছে
মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের সুপারিশ দুদকের
পিএসজিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো চেলসি
ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত মজবুত করার আহ্বান ঢাবি উপাচার্যের 
১০