শিক্ষার্থী রাকিব হাসান হত্যা: কামরুল ইসলাম ও মানিক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:২৭ আপডেট: : ১৪ জুলাই ২০২৫, ১৪:৩৭
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক । ছবি : কোলাজ

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তদন্ত কর্মকর্তারা এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মিজান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। দু’জনকেই একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাকিব হাসান মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হন। পরে শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাকিবের চাচা মো. নুরুল আমিন ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মামলা করেন। কামরুল ইসলাম ও শামসুদ্দিন চৌধুরী মানিক এই মামলার এজাহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মানবিক ত্রুটির অভিযোগ প্রত্যাখ্যান পাইলট সংগঠনগুলোর
পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে হাতে হাত রেখে কাজ করতে হবে: আমীর খসরু
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
সাতক্ষীরার গর্ব বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ালে তাদের সাথে ঐক্য সম্ভব নয়: নাহিদ ইসলাম
৬৪ জেলায় আজ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া: পরিবেশ উপদেষ্টা
কোনো ব্যক্তি বা দলকে অপমান না করার আহ্বান জামায়াত আমিরের
ইইউ’র বৈঠকে অংশ নিচ্ছেন ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়
করোনায় আরও ৮ জন আক্রান্ত
১০