সাভারে কব্জিকাটা গ্রুপের সহযোগী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৪২

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের কব্জিকাটা গ্রুপের সহযোগী মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫) ও তার সহযোগী ইউসুফ (৪০) কে সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

গতকাল ১৩ জুলাই দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই উদ্ধার করা হয়। 

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সন্ত্রাসী মো. আসাদ আয়েশা গ্রুপের প্রধান ও মাদক ব্যবসায়ী। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মো. আসাদ ও তার সহযোগীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজু (২৫)কে আয়েশা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। 

এ ঘটনায় গত ৩০ জুন আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। 

এছাড়াও উক্ত থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ সাতটি মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০