ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের কব্জিকাটা গ্রুপের সহযোগী মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫) ও তার সহযোগী ইউসুফ (৪০) কে সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
গতকাল ১৩ জুলাই দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই উদ্ধার করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সন্ত্রাসী মো. আসাদ আয়েশা গ্রুপের প্রধান ও মাদক ব্যবসায়ী। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মো. আসাদ ও তার সহযোগীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজু (২৫)কে আয়েশা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ঘটনায় গত ৩০ জুন আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
এছাড়াও উক্ত থানায় তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ সাতটি মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।