ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে ডিএমপি’র বাড্ডা থানা পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৮ মে পূর্ব আনন্দনগরে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেনকে গুলি করা হয়।
পরে তিনি ১৫ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নূরাকে ৮ জুলাই গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই রাতে পূর্ব আনন্দনগরের হাওলাদার বাড়ির পেছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।