বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না : শাম্মি আক্তার

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:১৭
সোমবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় বিএনপি’র সহ সম্পাদক এমপি শাম্মি আক্তার বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি শাম্মি আক্তার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে স্থানীয় আল আসকা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি সোমবার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্বে করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম স্বপন। যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী।

আলোচনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম প্রমুখ।

শাম্মি আক্তার বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও উন্নয়নে বিএনপি অপরিসীম অবদান রেখেছে। ক্ষমতায় থেকে যেমন দেশের উন্নয়ন করেছে, তেমনি গণতন্ত্রের ওপর আঘাত আসার প্রতিটি মুহূর্তে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করেছে। গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনার তীর ছিল বিএনপির দিকেই।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। অথচ এখন বিএনপিকে আন্দোলনের শিক্ষা দিতে চায় কচিকাঁচাদের আসর। বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এই বিএনপি রাজপথে লড়াই করেই সংগঠন গড়ে তুলেছে।

শাম্মি আক্তার বলেন, বিএনপি যদি আবারও জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নানা কর্মসূচি হাতে নেবে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা জানাতে রংপুর যাচ্ছেন জোনায়েদ সাকি
১৬ জুলাই: আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ, গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন
খাগড়াছড়িতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, সুফল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা
ভারী বর্ষণে ঝুঁকিতে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের ৩৭ পয়েন্টে ভাঙন 
ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি
শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত
মতভিন্নতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: অধ্যাপক আলী রীয়াজ
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে : ইসি
সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যাগরিষ্ঠ দ্রুজ শহর সুইদাতে প্রবেশ করবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১০