ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি নুরে আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে সোমবার রাত একটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইট ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়। পরের দিন এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নান্নুসহ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।