শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:১৭
শামীম ওসমান । ফা্ইল ছবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এ ছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ দুদক-এর প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের পুত্র ইমতিনান ওসমান ও কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় দিয়ে ইসির চিঠি 
বিটিআরসি’র মতবিনিময় সভা : দুর্যোগ মোকাবিলায় সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের সুপারিশ
ডিএমপি’র জুন মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
১০