প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের (৬৫ হাজার) প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে আজ এই নোটিশ পাঠান। 

আইন সচিব, জন প্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থ সচিব ও শিক্ষা সচিবকে এই নোটিশ পাঠানো হয়। 

সাত দিনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করে। কিন্তু দীর্ঘদিনেও এটি কার্যকর হয়নি। পরে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। 

তনি আরো বলেন, ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়।

ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। তবে সেই আপিল খারিজ হলে পরবর্তীতে রিভিউ করলে চলতি বছরের ১৩ মার্চ তাও খারিজ হয়। 

তিনি বলেন, এরপর ৪৫ জন প্রধান শিক্ষককে গত ৭ জুলাই ১০তম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নজির রয়েছে, সবাই মামলা না করলেও বাকিদেরকে রায় অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়া যাবে। কিন্তু  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাকি প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষককে এই সুবিধা থেকে বঞ্চিত করেছে। যার কারণে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করি, এই নোটিশ পাওয়ার পর ৬৫ হাজার প্রধান শিক্ষককে ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে উদ্যোগ নেবে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
আহত ছাত্রদল নেতা অভি'র পাশে তারেক রহমান
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশকে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট দিল শ্রীলংকা
অস্ত্রোপচারের কারনে তিন মাস মাঠের বাইরে বেলিংহাম
প্রথমবারের মতো দূর নভোমণ্ডলে সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করলেন জ্যোতির্বিদরা
জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
১০