প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের (৬৫ হাজার) প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে আজ এই নোটিশ পাঠান। 

আইন সচিব, জন প্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থ সচিব ও শিক্ষা সচিবকে এই নোটিশ পাঠানো হয়। 

সাত দিনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করে। কিন্তু দীর্ঘদিনেও এটি কার্যকর হয়নি। পরে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। 

তনি আরো বলেন, ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়।

ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। তবে সেই আপিল খারিজ হলে পরবর্তীতে রিভিউ করলে চলতি বছরের ১৩ মার্চ তাও খারিজ হয়। 

তিনি বলেন, এরপর ৪৫ জন প্রধান শিক্ষককে গত ৭ জুলাই ১০তম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নজির রয়েছে, সবাই মামলা না করলেও বাকিদেরকে রায় অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়া যাবে। কিন্তু  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাকি প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষককে এই সুবিধা থেকে বঞ্চিত করেছে। যার কারণে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করি, এই নোটিশ পাওয়ার পর ৬৫ হাজার প্রধান শিক্ষককে ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে উদ্যোগ নেবে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০