রাজবাড়ী, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : আগামীকাল রাজবাড়ীতে পথসভা করবে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। শহরের রেলওয়ে গেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হবে।
এনসিপি রাজবাড়ী জেলা সদস্য আবদুল্লাহ আল মামুন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
এতে অন্যান্য বক্তাদের মধ্যে থাকবেন - এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আবদুল্লাহ আল মামুন বলেন, পথসভায় রাজবাড়ীর উন্নয়ন, পদ্মা নদীর ওপর পাটুরিয়া ঘাট ও পাবনার কাজিরহাট সংযোগে পদ্মা সেতুর সম্ভাবনা এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি জানান, পথসভায় বক্তারা “জুলাই গণঅভ্যুত্থান” এর গুরুত্ব তুলে ধরে দেশের রাজনৈতিক সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য খাতের রিফর্ম, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাবেন।
তিনি বলেন, দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হবে। সার্বিকভাবে, এই পথসভা হতে যাচ্ছে একটি রাজনৈতিক জন জাগরণমূলক মঞ্চ, যেখানে “জুলাই বিপ্লবের ধারাবাহিকতা ও সংস্কারের অঙ্গীকার” তুলে ধরা হবে।