নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি সাদেক বাদশা মনু

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ৩০ জুলাই,  ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পৃথক থানায় দায়ের করা মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা ও  মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেফতার দেখানো মামলাগুলোর মধ্যে মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ছয় মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় ও একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করে পুলিশ। 

এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে পুলিশ। ১৭ জুন সরওয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুল্ক বৃদ্ধির আশঙ্কায় ব্রাজিল কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থগিত রেখেছে
আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি
বৃষ্টিতে খুশি ফরিদপুরের পাট চাষীরা
জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা
নওগাঁ সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
চাঁদপুরে পুলিশের উপস্থিতিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন 
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০
১০