দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৩:২৫

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে একাধিকবার সমন জারির পরও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অস্বীকৃতি জানান তিনি। এবার প্রসিকিউটররা তাকে জোর করে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করতে সক্ষম হয়েছেন।

ইউন ও তার পত্নী, সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হির তদন্তকারী বিশেষ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আজ সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইউন গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছিলেন। তার সামরিক আইন ঘোষণার বিরুদ্ধে আইন প্রণেতাদের ভোট দেওয়া ঠেকাতে সংসদে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। 

ইউন তার এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দেন।

তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। 

সংসদ নির্বাচনের কারচুপির অভিযোগ তদন্তকারী প্রসিকিউটররা ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন। কিন্তু তিনি হাজির হননি।

জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ার কারণে হিসেবে তার আইনজীবীরা স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০