দায়িত্ববোধ ও শিক্ষকতার অনন্য দৃষ্টান্ত মেহেরীন চৌধুরী: রুহুল কবির রিজভী 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:১২
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫, (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ ও শিক্ষকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শহীদ শিক্ষিকা মেহেরীন চৌধুরী। 

তিনি আরও বলেন, যে কোন মৃত্যু শোকের, তারপরও এমন মৃত্যু গর্বের। আমরা যেকোনো পেশায় থাকি না কেন, এমন দায়িত্ববোধ আমাদের অনুপ্রেরণা যোগায়। দেশে হিংসা হানাহানির মধ্যেও মেহেরীন চৌধুরীর এমন আত্মত্যাগ আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। রাষ্ট্র এই মহীয়সী নারীকে আজীবন মনে রাখবে।

আজ দুপুরে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের মেহেরীন চৌধুরীর বাসায় এসে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। 

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, আক্তার হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা জাকির হোসেন, মোস্তফা সরকারসহ মহানগর উত্তর ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, মেহেরীন তাঁর ছাত্র-ছাত্রীদের নিজের সন্তানের মতন মায়া মমতা দিয়ে আগলে রাখতেন। রাষ্ট্রের জন্য তাঁর দায়িত্বটুকু সর্বোচ্চ দিয়ে পালন করেছেন। রাষ্ট্র তাঁর আত্মত্যাগ স্মরণে রাখবে এই কামনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে ৬ অটোরাইস মিলে অভিযান, জরিমানা
বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত
হেনরির বোলিং তোপে প্রথম দিনই অলআউট জিম্বাবুয়ে
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী
মাদারীপুরে শিক্ষার্থীদের উপর বোমা হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ ও ছাত্রলীগ
ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার
কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আগানগরে উন্মুক্ত ওয়ার্ড সভায় শুনানি অনুষ্ঠিত
নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা
১০