জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে : নাসীর উদ্দীন

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৮ আপডেট: : ০৩ আগস্ট ২০২৫, ১৭:০০
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ফাইল ছবি

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।

তিনি বলেন, 'নির্বাচন কমিশনের যেসব কর্মচারী ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিল আমরা তাদের পদত্যাগ চেয়েছিলাম কিন্তু এ পর্যন্ত হয়নি। এখন আমাদের যে জুলাই সনদ হবে সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।'

আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাসীর উদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ন সদস্য সচিব এডভোকেট জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট দিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে।

যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আজ সিইসি জানিয়েছেন শিগগিরই প্রবাসীদের ভোটাধিকার প্রদানের কার্যক্রম শুরু করবেন। এই বিষয়ে প্রতি ১৫ দিন পর পর উনারা অনলাইন ব্রিফিং করবেন। প্রবাসী ভাই বোনেরা জানতে পারবেন তারা কোথায় কিভাবে ভোট দিতে পারবেন।’

এডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ইসির পর্যবেক্ষণের আলোকে আজ আমরা নতুন কিছু ডকুমেন্ট জমা দিয়েছি। আমরা আশা করছি ইসি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে তার পরের ধাপে অগ্রসর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিলেটে কারফিউ ভেঙে মিছিল, রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ, গুলিতে নিহত ৫
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৩১৯
নাটোরে বিষাদে রূপ নেয় বিজয় মিছিল
শেখ হাসিনার পতনের খবরে সাতক্ষীরার রাজপথে মানুষের ঢল 
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর রিমান্ডে
রাজধানীতে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনা সভা
১০