বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:১৮
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ বুড়িচং- ব্রাহ্মণপাড়াবাসীদের উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকাস্থ বুড়িচং- ব্রাহ্মণপাড়াবাসীদের সংগঠন বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে।ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।

সভাপতির বক্তৃতায় ড. মোবারক হোসাইন বলেন, বুড়িচং ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।  

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম বলেন, গত ১৬ বছর আওয়ামী জাহেলিয়াতের মধ্যে ছিলাম। আওয়ামী দুঃশাসন আয়েমি জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আল্লাহ তাআ'লা মজলুমদের ডাক শুনেছেন, যার কারণে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের জালিমদের হাত থেকে মুক্তি দেয়।

মত বিনিময় সভায় আরো বক্তৃতা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান,।অধ্যক্ষ আব্দুল হান্নান,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, শায়েখ জামাল উদ্দিন, মেজর (অব) মোস্তফা কামাল, অধ্যাপক হুমায়ুন কবির,  বুড়িচং উপজেলা আমীর আব্দুল হাকিম, বুড়িচংয়ের সাবেক আমীর মফিজুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, অধ্যক্ষ আবু তাহের,  ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মুমিনুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে ইসরাইলের নির্দেশ
দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেফতার
পুতিনের সঙ্গে ‘খুব শিগগির’ সাক্ষাৎ হতে পারে: ট্রাম্প
চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেবে গেছে সড়ক, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু
হবিগঞ্জে বাসের ধাক্কায় কিশোর নিহত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২,১৭২টি মামলা 
আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা শুরু
১০