কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৩:১৩
ছবি : বাসস

রাঙ্গামাটি, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৮.৭৯ ফিট বিপদসীমা অতিক্রম করায় গতকাল বুধবার রাত ১১ টা থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়িয়ে তিনফুট করে ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। 

অন্যদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে পানির স্রোতে আজ সকাল থেকে চন্দ্রঘোণা ফেরী চলাচল  সাময়িক  ভাবে বন্ধ রাখা হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, গতকাল রাত ১১টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে  পানি আড়াই ফুট থেকে বাড়িয়ে তিনফুট করে ছেড়ে দেয়া হয়েছে। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির উপর নির্ভর করেই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার বিষয়টি সিদ্ধান্ত নেয়া হয়। 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট সচল থাকায় বর্তমানে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ফলে স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। পানির প্রবাহ কমলে পুনরায় ফেরি চলাচল চালু হবে বলে জানিয়েছেন, জেলা  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা সবুজ চাকমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ বর্ণতুল খাল থেকে উদ্ধার
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রশাসনের অনুদান প্রদান
মাইলস্টোনে নিহত মাসুমা বেগমের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান
বৈষম্যবিরোধী আন্দোলনকালে এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
মার্কিন সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণে ৫ সৈনিক আহত
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
লক্ষ্মীপুরে ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধন
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জেলের লাশ
১০