রাজধানীতে ৩৯০ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:১৩

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা শনিবার ভোরে গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়ক সংলগ্ন একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বাইরে পাচার করার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে টহল পুলিশ ঐ এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ি ওই বাসা থেকে বের হলে পুলিশ থামার সংকেত দেয়।

প্রাইভেট কারটি পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে গেলেও ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয় পুলিশ। পরে জিপটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকি ও সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৮টি কার্টনে রাখা মোট ৩৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসময় জিপে থাকা দুইজনকে আটক করা হয় এবং অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০