কোলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে: টুকু

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:২৮
সালাউদ্দিন টুকু বলেছেন,কোলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে। ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে। তাই সবাইকে সজাগ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, দেশের বিরুদ্ধে কেউ যাতে যড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্র বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, বিএনপি এটিকে স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে, জনগণের কল্যাণমূলক সরকার গঠিত হবে হবে এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের সরকার বেছে নেবে।

বিএনপিকে একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের রায়ের ক্ষেত্রে বিএনপি সবসময় বলেছে, বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, জনগণ তাদের পছন্দ মতো সরকার বেছে নেবে। বিএনপি জনগণের দল, ভবিষ্যতেও বিএনপিকে দেশের মানুষ গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০