সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:৩০

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরা প্রেসক্লাব।

আজ শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানা প্রবেশ পথের সামনে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উত্তরায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে। সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

উত্তরা প্রেসক্লাব জানায়, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হয় ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটবে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০